২০১৪ সালে টেট পাশ করে চাকরি করছেন কারা? তথ্য তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/04/2023   শেষ আপডেট: 26/04/2023 10:56 p.m.
Via 2014 TET Qualified Candidates Facebook Group

দ্রুত এই প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে সিবিআই

টেট নিয়ে জলঘোলা কমছে না বঙ্গে। এর মধ্যেই ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব করল সিবিআই (CBI)। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি চিঠি পাঠানো হয়েছে। নোটিসটি পাঠিয়েছেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সঞ্জয় কুমার সামল। কাজেই চিঠিটিকে অতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সিবিআই।

নোটিসে বলা হয়েছে, ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা চাকরি করছেন, তাঁদের সিরিয়াল নম্বর, জন্মের শংসাপত্র, পিতার নাম, বর্তমান ঠিকানা, কোন স্কুলে তাঁরা কাজ করছেন এবং তাঁদের মোবাইল নম্বর দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানাতে হবে। নথি জমা করতে হবে নিজাম প্যালেসের ১৪ তলায়। দ্রুত এই প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে সিবিআই।

তবে শুধু চাকরিপ্রাপকদের বিস্তারিত তথ্যই নয়, পাশাপাশি তৎকালীন সময়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জারি হওয়া ২০১৬-২০১৭-২০১৮ সালের বিজ্ঞপ্তিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।