নেই মহার্ঘ ভাতা, রাজ্যের কাছে রয়েছে অনুদানের টাকা! দায়ের তৃতীয় জনস্বার্থ মামলা
এই অনুদান কোন বৃহত্তর স্বার্থে লাগবে? প্রশ্ন তুলেছেন মামকারীরা
পুজোর (Durga Puja 2022) অনুদান নিয়ে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) এবার দায়ের হল তৃতীয় জনস্বার্থ মামলা।আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের বক্তব্য, আদালত যেখানে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে বলেছে, তা না দিয়ে কেন পুজোয় অনুদান? কোন বৃহত্তর স্বার্থে লাগবে এই অনুদান?
একদিকে চাকরিপ্রার্থীদের হাহাকার, শিক্ষিত বেকার যুবতীদের বয়স বাড়লেও, নেই যোগ্যতা অনুযায়ী চাকরি। রাজ্যের এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা এখনও খাবার জল, ওষুধ পান না।স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান না। সেখানে দাঁড়িয়ে এই অনুদান কোন বৃহত্তর স্বার্থে লাগবে? এই প্রশ্নই তুলেছেন মামকারীরা।
প্রসঙ্গত, দুর্গাপুজো উপলক্ষ্যে অনুদান দেয় রাজ্য সরকার। তবে চলতি বছর টাকার অঙ্ক বাড়িয়ে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পরেই বিরোধিতার সুর সর্বত্র।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে (Dilip Ghosh) মন্তব্য করেন, "দুর্নীতি ভুলিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর এই দানধ্যান। এভাবেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে।" উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পুজোর একমাস আগে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরে কলকাতায় চলবে দুর্গাপুজোর মিছিল। সেপ্টেম্বরের শেষে যেহেতু শুরু হচ্ছে দেবীপক্ষ। পঞ্চমী ৩০ সেপ্টেম্বর, ওই দিন থেকে সরকারি ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কলকাতার রেড রোডে পুজোর কার্নিভাল হবে ৮ তারিখ।