কেকে-র মৃত্যুতে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট
রাজ্যকে আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে হাই কোর্ট
কলকাতায় কলেজ ফেস্টে গান করতে এসে আর মুম্বই ফিরতে পারেননি কেকে (KK)। সংগীতশিল্পীর মৃত্যুর পর যে একাধিক প্রশ্ন উঠেছিল, তাও এখনও তাজা। সেই ইস্যুতেই এবার সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর ঘটনায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে হাই কোর্ট।
এ বিষয়ে হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজ, সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল তিনটি জনস্বার্থ মামলার। তার মধ্যে একটি মামলা ছিল নজরুল মঞ্চের অব্যবস্থা নিয়ে। সেই মামলার শুনানিতেই মূলত রাজ্যকে হলফনামা পেশ করতে বলেছে হাই কোর্ট।
দায়ের হওয়া তিনি মামলার মধ্যে এক আবেদনকারী, সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে। যদিও সে বিষয়ে রাজ্যের আইনজীবীর বক্তব্য, "শিল্পীর পরিবারের তরফেই কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁরা এ নিয়ে কোনও অভিযোগও করেননি। অথচ এত কথা হচ্ছে।"