By-Poll : পশ্চিমবঙ্গে ৪, গোটা দেশে ৩ লোকসভা কেন্দ্র-সহ ২৬ বিধানসভায় উপনির্বাচন
বাড়তি নজর রাজ্যের ৪ কেন্দ্র দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবায়
আজ পশ্চিমবঙ্গের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (By-Poll)। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোটগ্রহণ শুরু, চলবে সন্ধ্যে সাড়ে ছ'টা পর্যন্ত। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ৪ বিধানসভা কেন্দ্রের পাশাপাশি দেশের ১৪ টি রাজ্যের মোট ৩ টি লোকসভা আসন এবং ২৬ টি বিধানসভা আসনের ভোট গণনা আজ। ফলপ্রকাশ মঙ্গলবার। উপনির্বাচনের ফলাফল ঘিরে শাসক-বিরোধী তীব্র চাপানউতোর তো আছেই, সেই সঙ্গে কয়েকটি কেন্দ্রের দিকে বাড়তি নজর থাকবে ওয়াকিবহাল মহলের। তিন লোকসভা কেন্দ্র মধ্যপ্রদেশের খণ্ডওয়া, হিমাচল প্রদেশের মণ্ডী এবং কেন্দ্র শাসিত অঞ্চল দাদরা ও নগরের হাভেলী লোকসভা কেন্দ্রের দিকেও বাড়তি নজর থাকবে।
পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আজ। গোসাবা এবং খড়দহে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের মৃত্যুর কারণে উপনির্বাচন এবং শান্তিপুর ও দিনহাটা কেন্দ্রে বিজেপির বিজয়ী প্রার্থীরা শপথ না নিয়ে সাংসদ পদে বহাল থাকায় পুণরায় উপনির্বাচন। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে ত্রিমুখী নির্বাচন। টানটান উত্তেজনায় তিন যুযুধান শক্তি তৃণমূল, বিজেপি এবং সিপিএমের শরিক দল আরএসপি ঝাঁপিয়ে পড়েছে। মোট ৪১৭ ভোট কেন্দ্রের জন্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একুশের নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে জয়লাভ করেও আসন ছেড়ে দেয়। এখন দেখার বিষয় আসন ধরে রাখতে পারে কী না!
অন্যদিকে, সীমান্ত লাগোয়া আর একটি হাইভোল্টেজ কেন্দ্র শান্তিপুর। একুশের নির্বাচনে এটিও বিজেপির জেতা আসন। লড়াই এখানে চতুর্মুখী। মোট ৩৫৭ বুথ কেন্দ্রে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩ জন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর একটি উল্লেখযোগ্য কেন্দ্র উত্তর ২৪ পরগণার খড়দহ। এই কেন্দ্রে একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা বিজয়ী হলেও ফল ঘোষণার আগেই করোনায় তিনি মারা যান। এখানে লড়াই ত্রিমুখী। তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ আজ। মোট বুথ সংখ্যা ৩৩৫ এবং এই কেন্দ্রের জন্য ২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজ্যের চার কেন্দ্রের মধ্যে আর একটি উল্লেখযোগ্য কেন্দ্র দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী জয়ন্ত নস্কর করোনায় মারা যান। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। ত্রিমুখী লড়াইয়ের তৃণমূল কংগ্রেসের সুব্রত মণ্ডল, বিজেপির পলাশ রাণা এবং আরএসপির অনিলচন্দ্র মণ্ডল। গোসাবা কেন্দ্রে ২৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।