ভুট্টা খেতে মিলল গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর দেহ, দিনভর উত্তেজনা গোটা রায়গঞ্জে
স্থানীয় কৃষকরা ভুট্টা খেতে ব্যক্তির গুলিবিদ্ধ দেহ খুঁজে পায়
ফের তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল পশ্চিমবঙ্গের রায়গঞ্জে। জানা গিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম মহম্মদ আলী। সে রায়গঞ্জে কৃষ্ণমুড়ি এলাকার থাকে। গত মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসে সে সকালে বাড়ি থেকে বের হয় এবং দুপুরে ফোন করে স্ত্রী সন্তানদের জানায় যে তার বাড়ি ফিরতে দেরী হবে কারণ সে বন্ধুদের সাথে পিকনিক যাচ্ছে। তবে সে গভীর রাত অব্দি বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করতে পরিবারের সদস্যরা বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে তারা বিফল হয়ে বাড়ি ফিরে। তার পরদিন সকালে এলাকার কৃষকরা ভুট্টা খেতে যাওয়ার সময় মহম্মদের নিথর দেহ দেখতে পায় ও তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহটিকে ময়নাতদন্তে পাঠায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে মোট দুটি গুলি লেগেছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ আরো একটি গুলি উদ্ধার করে। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে অঞ্চলের তৃণমূল ব্লক সভাপতি মানস ঘোষ বলেছেন, "ওই মৃত ব্যক্তি মহম্মদ আলি তৃণমূলের সক্রিয় কর্মী ছিল। আমি ওর মৃত্যুর তদন্ত করে অভিযুক্তের কঠোরতম শাস্তি চাই।" অবশ্য এলাকার পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির সাথে রাজনীতির সম্পর্ক ছিল না। হয়তো কর্মক্ষেত্রের বিবাদের জন্য তাকে খুন করা হতে পারে। তাহলে এবার প্রশ্ন উঠছে মহম্মদের মৃত্যু কি কোন রাজনৈতিক দলের মদতপুষ্ট না নিছকই কোন বিবাদের ফল?