নৈহাটির তৃনমূল কার্যালয়ের সামনে বোমাবাজি দুষ্কৃতীদের, সন্দেহের তীর বিজেপির দিকে
রাত আড়াইটে নাগাদ দুষ্কৃতীরা এসে দুটি বোমা ছোড়ে তৃণমূল কার্যালয়ের সামনে
একুশে নির্বাচনের আগে রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। নিত্যদিন রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের মধ্যে বিবাদ লেগেই আছে। এবারতৃনমূল কার্যালয়ের সামনে বোমাবাজির ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। রাত আড়াইটে নাগাদ ৬ নম্বর বিজযনগর এলাকায় তৃনমূল কার্যালয়ের সামনে বোমাবাজি করে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। বিকট আওয়াজে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলেও কেউ ভয়ে বের হননি। পরে সকালে ঘটনাস্থলে পুলিশ আছে। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে যে তৃনমূল কার্যালয়ের সামনে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এরপর ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার নেপথ্যে আছে বিজেপি। তারা পরিকল্পনা করে এসে বোমাবাজি করেছে। যদিওবা বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। স্বভাবতই হঠাৎ রাতবিরেতে বোমাবাজির ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে গোটা এলাকাবাসী। তৃণমূলের জন্য নৈহাটির ওই কার্যালয় বেশ গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় কার্যালয়ের ওপর হামলা হাওয়ায় রীতিমতো আতঙ্কে আছে সবাই। যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে অশান্তি ও সংঘর্ষের ছবি।