কোচবিহারে এবার গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে
বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধই এর একমাত্র কারণ
কিছুদিন আগেই কোচবিহারে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ফের আবার উত্তেজনা ছড়াল কোচবিহারে। মাথাভাঙায় দুষ্কৃতিদের গুলিতে জখম হলেন এক তৃণমূল কর্মী।
অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জখম ওই তৃণমূল কর্মীর নাম আবদুল জলিল মিঞা। তিনি আশঙ্কাজনক অবস্থায় বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের অভিযোগ, শনিবার একটি দলীয় সভা থেকে ফেরার পথে মাথাভাঙার বালাসি গ্রামে বিজেপির দুষ্কৃতিরা হামলা চালায় আব্দুলের ওপর। তার আগে পুরো এলাকা জুড়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তারপরই আবদুল জলিল মিঞার পায়ে লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে কোচবিহার মেডিক্যাল কলেজে সেখান থেকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারী হাসপাতালে।
তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের কারণেই এই ঘটনা। এখানে বিজেপির কোন হাত নেই। তৃনমূল এবং গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে প্রায় ২০ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এলাকা জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে।