বিজেপির গৃহসম্পর্ক অভিযানে আক্রমণ‌ করে পিটিয়ে খুন বুথ সভাপতিকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/12/2020   শেষ আপডেট: 13/12/2020 2:22 a.m.
ছবিতে নিহত সৈকত ভাওয়াল। -

হালিশহরের ঘটনা

একেই বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়কে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে আবার বিজেপির যুব দলের নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে।

হালিশহরের রবীন্দ্রপল্লীর চল্লিশ বছরের ওই মৃতের নাম সৈকত ভাওয়াল। বিজেপির গৃহসম্পর্ক অভিযান কর্মসূচিতে ওই বুথ সভাপতি বাড়ি বাড়ি প্রচারের কাজে যান দলীয় কর্মীদের সঙ্গে। হঠাতই কয়েকজন দুষ্কৃতী ঘেরাও করে তাদের ওপর চড়াও হয়। বাকিরা পালিয়ে গেলেও সৈকতকে রেহাই দেয়নি তারা। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। স্থানীয়রা কল্যানীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তৃণমূলের আশ্রিত গুন্ডাবাহিনী এ নারকীয় ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ বিজেপির। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং সরাসরি দায় চাপিয়েছেন "তৃণমূলের গুন্ডা" সুবোধ অধিকারীর দিকে। প্রায় ১০০ জন দুষ্কৃতী ওদের ওপর হামলা চালিয়ে সৈকতকে খুন করেছে বলে অভিযোগ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এই ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করেন "আমি শুধুমাত্র এই ছবিগুলির মাধ্যমে এটা বোঝাতে চাইছি যে তৃণমূল পশ্চিমবঙ্গে কী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এ রাজ্যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে।" মুকুলপুত্র শুভ্রাংশুও হাসপাতালে যান ও বদলার কথা বলেন।