শুভেন্দুর ঘটনার পুনরাবৃত্তি, এবার বিজয়ী বিজেপি প্রার্থীর ওপর হামলা হল চাকদহে
নদীয়ার চাকদহে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ
গতকাল সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলেও শেষপর্যন্ত একুশে বিধানসভা নির্বাচনের ভোটগণনায় মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। তৃণমূল ২০০ এর বেশি আসন পেলেও বিজেপির ভাগ্যে দুই অঙ্কের গণ্ডি পার করা সম্ভব হয়নি। তবে বেশ কিছু হেভিওয়েট জায়গায় বিজেপি তৃণমূলকে পরাস্ত করেছে। বিধানসভা নির্বাচনের সবচেয়ে হেভিওয়েট লড়াই অর্থাৎ শুভেন্দু এবং মমতার ভোটযুদ্ধে জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে জয়লাভের পর গতকাল রাতে হলদিয়াতে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। কালকের ঘটনার পর আজকে আবার ঘটনার পুনরাবৃত্তি হয়েছে নদীয়ার চাকদহে। চাকদহের বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ জয়লাভ করলে রাতে তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায়। তার বাড়ির দরজা জানালা ভেঙে দেয়। এই ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে বিজেপি প্রার্থীর পরিবার।
জানা গিয়েছে, চাকদহের হরিণঘাটা ১২ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতেই ছিলেন সেখানকার বিজয়ী বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। আচমকা দুষ্কৃতীরা তারা বাড়িতে এসে হামলা চালায়। জানলার কাঁচ ভেঙে দেয়। ওই বিজেপি প্রার্থী এই ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূলের ওপর। তিনি অভিযোগ জানিয়েছেন যে অঞ্চলের তৃণমূল কাউন্সিলর রাজিব দালাল এমন কাজ করেছেন। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল এবং পাল্টা জবাব দিয়ে বলেছে যে এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত না।