রাজ্যে এলেন অমিত শাহ— কিন্তু হাত শক্ত হচ্ছে তৃণমূলের!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2020   শেষ আপডেট: 08/11/2020 1:59 a.m.
-

অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে রোজই

অমিত শাহ রাজ্য সফরে থাকাকালীন বৃহস্পতিবার বিজেপির ঘাঁটি উত্তরবঙ্গে ১৭ জন বিজেপি কাউন্সিলার বিমল গুরুংয়ের সাথে যোগ দেন। তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার কথা ঘোষণা করেন। আর অমিত শাহ রাজ্য ছেড়ে যাওয়ার পরের দিন অর্থাৎ শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। এইদিন মৌমিতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম — পার্থ চট্টোপাধ্যায়রা। তৃণমূলে যোগ দিলেও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি মৌমিতা। যদিও বিজেপি সাংসদ তথা মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, “অনেকদিন দলের সাথে যোগাযোগ নেই ওর। ওর মনে হয়েছে তাই গেছে তৃণমূলে। তবে আমার আশা ও বিজেপিতে ফিরবে।”

অন্যদিকে কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরলেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন “বাংলাকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গতি নেই। যারা বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে চান তাঁরা আসুন একসাথে লড়ি।” এইদিন অনেক প্রাক্তন পুলিশকর্তাও তৃণমূলে নাম লেখালেন। আর সবটা নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করতে চাইছেন। যারা এই লড়াইয়ে বাধা দিতে চাইছেন তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠছে। তাই বিজেপির বিরুদ্ধে লড়তে এতো মানুষ তৃণমূলে আসছেন।”