দিনহাটায় উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়
অভিযোগের তীর সরাসরি তৃণমূলের দিকে
প্রথম দফায় ভোটগ্রহণের আর তিনদিন বাকি। জেলায় জেলায় চরম অশান্তির বাতাবরণ। এরই মাঝে ফের একবার দিনহাটায় এক বিজেপি নেতাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠলো বাংলার শাসকদল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, দুদিন আগেই দিনহাটায় নয়ারহাটে আবুতারা এলাকায় বিজেপি কর্মীকে মারধর করে দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় অভিযোগ উঠেছিল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। ফের একবার বিজেপি কর্মীকে হিংসাত্মক উপায়ে খুন করার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঠিক কি হয়েছিল? স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বিজেপি কার্যালয়ের লাগোয়া পশু চিকিৎসালয়ের বারান্দায় দিনহাটা শহরের মন্ডল বিজেপি সভাপতি বছর পঞ্চাশের অমিত সরকারের ঝুলন্ত দেহ দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। এটি তৃণমূলের পরিকল্পনামাফিক খুন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে হাজির হলে তাদেরও বাধা দেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে আসেন দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। ইতিমধ্যেই টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ বিক্ষোভ শুরু করেছেন উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতা অশোক মন্ডল এ প্রসঙ্গে দাবি করেন, অমিতবাবুর দেহ ঝুলন্ত হলেও পা মাটিতে স্পর্শ করে ছিল, তাই তাকে আগেই খুন করে ওই স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, এই ঘটনার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই এবং শান্তি রক্ষার দায়িত্ব এখন কমিশনের হাতে, তদন্ত করেই দেখুক তারা। অমিতবাবুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।