খড়দহে বেআইনি অস্ত্র সহ গ্রেফতার বিজেপি নেতা
পুলিশের উপর হামলা চালালো বিজেপি কর্মীরা— পাল্টা পুলিশের লাঠিচার্জ
বেআইনি অস্ত্র সহ গ্রেফতার হলেন বিজেপি নেতা। এই গ্রেফতারের ঘটনায় উত্তাল হয়ে উঠলো উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকা। দফায় দফায় পথ অবরোধ করলেন বিজেপি কর্মীরা। এমনকি থানায় ঢুকে হামলার ঘটনাও ঘটলো এইদিন।
বুধবার খড়দহ যুব মণ্ডল যুব সম্পাদক বুলেট রায়কে গ্রেফতার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে প্রথমে বিটি রোড অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা। পুলিশ এসে তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে দেন। আবার অবরোধ করে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। কিন্তু এইবার পুলিশ তাঁদের সরাতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। এরপর খড়দহ থানায় ঢুকেও হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে একাধিক বিজেপি কর্মী সমর্থক আহত হন। বিজেপির হামলায় কিছু পুলিশকর্মীও আহত হয়েছেন বলে পুলিশের পক্ষে দাবি করা হয়েছে।
পুরো ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি নেতা সায়ন্তন বসু ঘটনা সম্পর্কে বলেছেন, “বিজেপিকে বেকায়দায় ফেলতেই এসব ঘটাচ্ছে তৃণমূল সরকার।” অন্যদিকে তৃণমূল শিবিরের পক্ষে বিজেপির বিরুদ্ধে ইচ্ছে করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করার অভিযোগ আনা হয়েছে।