থানার সামনেই খুন হলেন বিজেপি নেতা তথা আইনজীবী মণীশ শুক্ল!
তৃণমূলের কাজ বললেন অর্জুন সিং, সোমবার ১২ ঘণ্টা ব্যারাকপুর বন্ধের ডাক
টিটাগড় থানা লাগোয়া অঞ্চলে একদল দুষ্কৃতী গুলি চালায় বিজেপি নেতা মণীশ শুক্লকে লক্ষ্য করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষনের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন
হাওড়া থেকে একটি দলীয় সভা করে ফিরছিলেন মণীশ। বিটি রোড এলাকার দলীয় কার্যালয়ের সামনে তাঁকে গুলি করা হয়। বিজেপি কর্মীরা এই ঘটনায় টিটাগড় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা ব্যারাকপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি।
ব্যারাকপুরের এই নেতা খুনের ঘটনায় সরাসরি তৃণমূলকে দায়ী করলেন স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিং। অন্যদিকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে পুরো ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল বলছেন তৃণমূল নেতা নির্মল ঘোষ।