ভুল জাতীয় সংগীত গেয়ে অস্বস্তিতে বিজেপি, কটাক্ষ করে ট্যুইট অভিষেকের
জাতীয় সংগীতের শেষ স্তোত্রের শুরুতে 'জনগণ মঙ্গলদায়ক'-এর পরিবর্তে ‘জন গণ মন অধিনায়ক’ গেয়েছে গেরুয়া শিবির, দাবী শাষকদলের! ভাইরাল হল ভিডিও
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক কর্মকর্তাদের বিজেপিতে যোগদানের মঞ্চে, ভুল জাতীয় সংগীত! ভুল জাতীয় সঙ্গীত গেয়ে বেজায় অস্বস্তিতে বিজেপি। মঞ্চে ছিলেন কমপক্ষে দু'জন কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রাও। আর সেই মঞ্চেই ভুল জাতীয় সংগীত! এমনই অভিযোগ তৃণমূলের।
কটাক্ষ করতে ছাড়়েননি যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় সঙ্গীতের ‘অবমাননা’র অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেন, ‘‘যাঁরা দেশপ্রেম আর জাতীয়তাবাদের মন্ত্র আউড়ে বেড়ান, তাঁরা জাতীয় সঙ্গীতও ঠিক করে গাইতে পারেন না! এই পার্টিই আবার ভারতের গর্ব ও সম্মান রক্ষা করবে বলে দাবি করে। লজ্জাজনক। এই দেশবিরোধী কার্যকলাপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি ক্ষমা চাইবেন’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ট্যুইট বিজেপিকে ‘টুরিস্ট গ্যাং’ হিসেবে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, ‘‘আমরা জাতীয় সঙ্গীতকে অপমান করতে চাইনি। নেতা-নেত্রীরাও কেউ ভুল গান করেননি। মঞ্চে আরও অনেক মহিলা ছিলেন। তাঁদের কারও গলায় ভুল লাইন গাওয়ার স্বর মাইকে শোনা গিয়েছে।’’
উল্লেখ্য, রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভা ছিল। সেখানে ভার্চুয়ালি ভাষণ দেন অমিত শাহ। এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দেবশ্রী চৌধুরী, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিকরা।