‘মডেল গ্রাম’ হবে বল্লভপুরডাঙ্গা
মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি হাজির প্রশাসন
রূপকথার গল্পে আছে, রাজকন্যা ছুঁয়ে দিতেই কুৎসিত ব্যাঙ পেয়ে গেল রাজপুত্রের সুন্দর রূপ৷ ঠিক তেমনটাই যেন ঘটতে চলেছে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রে৷
জেলা সফরে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা রেখেছিলেন রূপপুর পঞ্চায়েতভুক্ত বল্লভপুরডাঙ্গা গ্রামটিতে৷ তাঁর নির্দেশে আদিবাসী অধ্যুষিত এই গ্রামটিকে ‘মডেল গ্রাম’ করার লক্ষ্যে খবরাখরব নিতে শুক্রবারই সেখানে পৌঁছে গেলেন বীরভূমের জেলাশাসক সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা৷
বুধবার সোনাঝুরির ভিতরের ওই গ্রামে পৌঁছালে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের যাবতীয় অভাব– অভিযোগের কথা তুলে ধরেন বাসিন্দারা৷ জানা যায়, শৌচাগার, পানীয় জল, বিদ্যুৎ, আবাস যোজনার বাড়ি ইত্যাদি বহু কিছুরই অভাব রয়েছে সেখানে৷ জেলাশাসককে সমস্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়ে ফিরে যান মুখ্যমন্ত্রী৷
সেই মতো শুক্রবার গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে ওই এলাকায় চারটি সোলার সাবমার্সিবল পাম্প বসানো, প্রায় ১৩০টি বাড়িতে শৌচাগার তৈরি, বিদ্যুৎ সংযোগ দেওয়া, আবাস যোজনার অসম্পূর্ণ বাড়িগুলি তৈরি সহ নর্দমা ও পুকুর সংস্কারের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন জেলাশাসক৷ জানান, গ্রামটিকে মডেল গ্রাম করারও পরিকল্পনা রয়েছে৷