দুঃসংবাদ! দীপাবলির আগেই এক ধাক্কায় ২৬৫ টাকা দাম বাড়ল গ্যাসের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/11/2021   শেষ আপডেট: 01/11/2021 11:43 a.m.

কলকাতায় ১৯ কেজির নতুন বাণিজ্যিক গ্যাসের মূল্য ২০৭৩ টাকা ৫০ পয়সা

পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা আমজনতার। শাক-সব্জি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে হু হু করে। সামনেই দীপাবলি, তার আগে ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসে। এক ধাক্কায় দাম বাড়ল প্রায় ২৬৫ টাকা। তার জেরে রেঁস্তোরার খরচ, কিংবা হোম ডেলিভারির খরচ বাড়ার আশঙ্কা তৈরি হল, বলছেন ওয়াকিবহাল মহল। দীপাবলির আগে এমন দুঃসংবাদে রীতিমতো পর্যুদস্ত সাধারণ মানুষ।

উল্লেখ্য, পুজোর মুখেই দাম বেড়েছিল রান্নার গ্যাসের। গত কয়েক মাসে ক্রমাগত বেড়েছে গ্যাসের দাম। এর মধ্যেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বাড়ল ২৬৫ টাকা। এর আগে ৩৫ টাকা বেড়ে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছিল ১৮০৫ টাকা ৫০ পয়সা। নতুন করে ফের দাম বাড়ল ২৬৫ টাকারও বেশি। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন মূল্য হল ২০৭৩ টাকা ৫০ পয়সা। দিল্লিতেও দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস বিকোচ্ছে প্রায় ২১৩৩ টাকায়।

এমনিতেই পেট্রোপণ্যের দাম বাড়ায় জিনিসপত্রের দাম বাড়ছে। তার উপর বাণিজ্যিক গ্যাসের ফের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণ কী? বিশেষজ্ঞদের ধারণা, বিশ্ব-বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। সেই সঙ্গে ডলার ও রূপির বিনিময় হারের ব্যাপক পার্থক্যও এই মূল্যবৃদ্ধির কারণ।

করোনাকালে দেশের মধ্যবিত্তের অবস্থা সংকটজনক। ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁসেলে ত্রাহি ত্রাহি অবস্থা। তার পাশাপাশি চাকরি থেকে ছাঁটাই, বেতনে কোপ, বেকারত্ব প্রভৃতি কারণে মধ্যবিত্তের সংসারে গভীর প্রভাব তৈরি করেছে। এরপরেও ক্রমাগত রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাতার দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা। এমন অবস্থায় কেন্দ্র সরকার ভর্তুকি বাড়িয়ে মধ্যবিত্তদের কেন স্বস্তি দিচ্ছে না, এ প্রশ্ন তুলেছেন একাংশ।