রাজ্যে ক্ষমতায় গেলে প্রথমেই চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, বার্তা অমিতের
এছাড়াও এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ইস্যু নিয়ে সোচ্চার হন অমিত
পশ্চিমবঙ্গে আগেই ঘোষণা করে দিয়েছিলেন তারা জিতবেন এবারে ২০০ এর বেশি আসনে। আর এবারে এই জেতার প্রস্তুতি আরো জোরদার করতে উদ্যোগী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, তাহলেই আগে রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প।
হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের জনসভায় তিনি ভার্চুয়াল ভাবে সমর্থকদের সাথে কথা বলেন। এছাড়াও, তিনি ঘোষণা করলেন, যদি বিজেপি এবারে বাংলার ক্ষমতায় আসে তাহলে আয়ুষ্মান ভারত চালু হবে।
গত কয়েক বছর ধরে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত চলছে। আর এই বারে একটি বিষয় নিয়ে সংঘাত আরো চরমে উঠলো। এই বিষয়টি হলো আয়ুষ্মান প্রকল্প। মোদি সরকারের এই প্রকল্প চালু না করা নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে স্বাস্থ্য সাথী প্রকল্পকে তারা বলছেন, ভোট পাওয়ার পলিসি। তাই এই মুহূর্তে আয়ুষ্মান ভারত এর কথা বলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ গ্রহণ করতে চেয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।