নির্বাচনে তরুণ প্রজন্মকে পাশে পেতে তৃণমূলের নতুন কর্মসূচী ' যুবক-যুবতীদের পাশে দিদি'
জানুয়ারী মাসের মাঝামাঝি থেকেই এই কর্মসূচি শুরু হবে। দেব, মিমি, নুসরত, ব্রাত্য বসু প্রমুখ এই কর্মসূচীতে অংশ নেবেন।
একুশের বিধানসভা নির্বাচনে তরুন প্রজন্মের ভোট একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এরইমধ্যে তৃণমূল সরকারের আমলে কর্মসংস্থান হয়নি বলে বিজেপি ইস্যু তৈরি করছে। ফলে তৃণমূলের নতুন কর্মসূচী 'যুবক যুবতীদের পাশে যুবতী'। এই কর্মসূচীতে ২৫ থেকে ৩৫ বছরের তরুণ তরুণীদের মুখোমুখি বসে আইনসভার সদস্যদের প্রশ্নের উত্তর দিতে হবে। এই কর্মসূচীতে অংশ নেবেন যে রাজনৈতিক ব্যাক্তিত্বরা যাঁরা অন্য পেশা থেকে রাজনীতি তে এসছেন। অথচ রাজনীতিতেও তাঁরা অত্যন্ত সফল। এই তালিকায় রয়েছেন, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, দেব, ব্রাত্য বসু, প্রসূন বন্দোপাধ্যায়, লক্ষীরতন শুক্ল, মহুয়া মৈত্র ও ডেরেক ও ব্রায়েন।
আগামী ভোটে প্রত্যেক রাজনৈতিক দলের পাখির চোখ তরুণ প্রজন্ম। শুধু শহর নয়, জেলাতেও তৃণমূলের উন্নয়নের ফলে নতুন করে ভাবছে বলে মনে করছে তৃনমূল।তাই সেই তরুণদের সামনে এই আটজনকে উদাহরণ হিসাবে রাখছে তৃণমূল। যাঁরা তরুণ প্রজন্মকে বোঝাবেন যে রাজনীতির জগত খারাপ নয়। যুবক যুবতীদের জন্য কি করেছে এই সরকার সেই গুলোই প্রচার করবেন এই আটজন তারকা রাজনীতিক -এরা। জানুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকেই এই কর্মসূচী শুরু হবে। ইতিমধ্যে এই তারকা রাজনৈতিক ব্যাক্তিত্বদের 'ডেট' নেওয়া হয়েছে তৃণমূলের তরফে।