এই সরকার আগেও কর বাড়ায়নি, এখনো বাড়াবেনা, দায়িত্ব বুঝে নিয়েই মন্তব্য অরূপ বিশ্বাসের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/05/2021   শেষ আপডেট: 14/05/2021 7:28 a.m.
অরুপ বিশ্বাস facebook.com/aroopbiswassupporters

বিদ্যুৎ ভবনে গিয়ে নিজের কাজ বুঝে নিয়েই এবারে উচ্চ পদস্থ অফিসার সঙ্গে কথা বললেন নতুন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

বিদ্যুৎ ভবনে গিয়ে নিজের কাজ বুঝে নিয়েই এবারে উচ্চ পদস্থ অফিসার সঙ্গে কথা বললেন নতুন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। একটি জরুরী মিটিং সেরে নিয়ে সেখান থেকে বেরোনোর পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বেশ কিছু কথা বলেন। অরূপ বিশ্বাস বললেন, আবহাওয়া অফিস থেকে রোজ ঝড়-বৃষ্টির খবর আসছে। ফলে এক্ষেত্রে কিছু কিছু বাড়তি ব্যবস্থা আমরা করছি। বহু জায়গাতে হাইটেনশন কেবিল আছে, সেগুলোতে যেন কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে তার দিকে সরাসরি নজর রয়েছে আমাদের। তার পাশাপাশি কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তা অতি দ্রুত ঠিক করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি আমরা।

এতদিন পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতেন। কিন্তু এবারে শোভনদেব (Shovandeb Chatterjee) এর হাতে গিয়েছে কৃষি এবং অরূপ বিশ্বাসের হাতে এসেছে বিদ্যুৎ। দায়িত্ব নিয়ে নতুন বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, রাজ্যের বিদ্যুৎ দপ্তর কে স্বাবলম্বী করতে চাইছেন তিনি। তিনি সরাসরি জানিয়ে দেন আগের দশ বছর যখন এই সরকার কোনরকম অতিরিক্ত টাকা নেয় নি, এখনও নেবেনা। এই সরকার কোনভাবেই এক পয়সাও কর বৃদ্ধি করবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তার সাথেই তিনি ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন সকলের কাছে পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য।