দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ রাজ্যে নিয়ন্ত্রণ করা হল অ্যাপ ক্যাবের ভাড়া
ক্যাব বুকিং-এর পর যে বাতিল করবে তাকে প্রস্তাবিত ভাড়ার ১০% দিতে হবে
সুখবর নিত্যযাত্রীদের জন্য। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ রাজ্যে নিয়ন্ত্রণ করা হল অ্যাপ ক্যাবের ভাড়া। কাজেই, নিত্যদিন অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির সমস্যা থেকে মিলল মুক্তি। ইতিমধ্যেই অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে রাজ্য পরিবহন দফতর। সেই নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। অন্যদিকে, প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে (এসি ট্যাক্সির ক্ষেত্রে) ১৮ টাকা ৭৫ পয়সা। আর নন এসি ট্যাক্সির ক্ষেত্রে এই অঙ্কটা কিছুটা কম।
রাজ্য পরিবহণ দফতরের নয়া নোটিফিকেশন অনুযায়ী, ক্যাব গুলি প্রতি কিলোমিটারে সর্বাধিক ভাড়া নিতে পারবে ২৮ টাকা। বলাবাহুল্য, এর আগে ঝড়-বৃষ্টিতে বা অচেনা জায়গায় যেতে হলে অ্যাপ ক্যাবের ভরসা নিতে হলেই পকেট থেকে খসে যেত বেশ মোটা অঙ্কের টাকা। এতদিন ক্যাবে উঠলেই এক জন যাত্রীকে ৪৫ টাকা ভাড়া দিতে হত। এরপর প্রতি কিলোমিটারে ১০ টাকা করে বেড়ে যেত চার্জ। এছাড়াও বৃষ্টি, ঝড় কিংবা অন্যান্য অনুষ্ঠানে ইচ্ছা মতো বাড়ত ভাড়া। তবে এবার এই ঝক্কির থেকে মিলল সুরাহা।
এছাড়াও অ্যাপ ক্যাবের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল 'ক্যানশেলেশন'। রাজ্য পরিবহন দফতরের নয়া নোটিফিকেশনে এ নিয়ে বলা হয়েছে, ক্যাব বুকিং-এর পর যে বাতিল করবে তাকে প্রস্তাবিত ভাড়ার ১০% দিতে হবে। এর সঙ্গেই চালকদের জন্য ২ লক্ষ টাকার বিমা করে দিয়েছে সরকার।