ভোটের মুখেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ আনল বিজেপি
বিজেপি কর্মী বাপিকে 'ঠান্ডা মাথায়' খুন করেছে অনুব্রত ও তার দল : কমিশনে নালিশ বিজেপির
গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বিরোধীদের ভয় দেখিয়ে ভোট আদায় করার রাস্তায় নেমেছেন। নির্বাচন কমিশনে নালিশ জানালে কমিশনের ২৪ ঘন্টা কড়া নজরদারির মধ্যে রাখা হয় অনুব্রতকে। আর এবার সরাসরি খুনের অভিযোগ তোলা হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বাপি অঙ্কুরে নামক এক সক্রিয় বিজেপি কর্মীকে খুন করেছে অনুব্রত ও তার দল, এমন অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অনুব্রত ও তার দল 'ঠান্ডা মাথায়' পরিকল্পিতভাবে এই খুনের কারিগর, এমনটাই চাঞ্চল্যকর দাবি বিজেপির। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথমবারের জন্য তার বিরুদ্ধে কোনোপ্রকার খুনের অভিযোগ উঠলো।
ঠিক কি অভিযোগ জানিয়েছে বিজেপি? নাম উল্লেখ না করে তারা বলেন বাপী অঙ্কুরে নামে তাদের একজন সক্রিয় কর্মীকে তৃণমূলের গুণ্ডারা খুন করেছে। বাপির অপরাধ, সে একজন সক্রিয় বিজেপি কর্মী। গণতন্ত্রের কন্ঠ রোধ করে তৃণমূলের আশ্রিত গুন্ডারা এই নারকীয় ঘটনায় যুক্ত বলে দাবি গেরুয়া দলের। লিখিত অভিযোগ করে তারা আরও জনান, বীরভূমের বিজেপি সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই ফজলুর রহমান, দুলাল রায়, মজিউর রহমান, শেখ সৌকর, একে নাজিররা নিহত বিজেপি কর্মীর বাবা নির্মল অঙ্কুরেকে ভয় দেখাতো। নির্মলবাবু যাতে পুলিশের দ্বারস্থও হতে না পারেন, সেজন্য ভীতি প্রদর্শন করত অনুব্রতর দলীয় কর্মীরা। এর সঠিক বিচার চেয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে স্থানীয় বিজেপি এবং বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে গেরুয়া শিবির।