নির্বাচনের আগে কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল, জোর চর্চা রাজনৈতিক মহলে
আজ বিকেল ৫ টা থেকে আগামী শুক্রবার অর্থাৎ ৩০ তারিখ সকাল ৭ টা অব্দি অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হবে
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের সাত দফা নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর একটি দফা নির্বাচন। সেই অষ্টম দফা নির্বাচনে বীরভূমের ১০ টি আসনে ভোটগ্রহণ হবে। আগামী ২৯ তারিখে এই অষ্টম দফা নির্বাচন হওয়ার আগে নির্বাচন কমিশন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করার নির্দেশ দিল। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৫ টা থেকে আগামী শুক্রবার অর্থাৎ ৩০ তারিখ সকাল ৭ টা অব্দি অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করা হবে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনী অনুব্রত মণ্ডলের সাথে থাকবেন এবং গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে যাতে শেষ দফার নির্বাচনে কোনোরকম ব্যাঘাত না ঘটে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তে বেশ খুশি হয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, তিনি বলেছেন, "নির্বাচন কমিশন যে এটা করেছে, তাতে দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছে।" এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, "অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। নির্দিষ্ট কোনো কারণ বা অভিযোগ নেই। তবে অনেক আপত্তিকর অভিযোগ রয়েছে অনেক বিজেপি নেতাদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন লজ্জাজনক ভূমিকা পালন করছে একুশে নির্বাচনে। ওঁরা আসল কাজ করছে না বলে ওঁদেরকে আদালত অব্দি ভর্ৎসনা করছে। সেখান থেকে শিক্ষা না নিয়ে ওঁরা বিজেপির দালালি করছে।"