কৃষক-দলিত-আদিবাসী-মতুয়ার পর এবার উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজনে সামিল হবেন শাহ
১৮ই ফেব্রুয়ারি ফের বঙ্গসফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ই ফেব্রুয়ারি কাকদ্বীপ থেকে কলকাতা পরিবর্তন-রথযাত্রায় সামিল হবেন তিনি। ইতিমধ্যেই বাংলায় এসে কখনো কৃষক পরিবারে, কখনো দলিত-আদিবাসী পরিবারে, কখনো মতুয়াদের সাথে মধ্যাহ্নভোজন সেরে গেছেন অমিত শাহ। এবারের সফরে উদ্বাস্তুদের পরিবারে ভোজন সারবেন বলেই সূত্রের খবর। এছাড়াও সাথে রয়েছে একগুচ্ছ কর্মসূচি।
রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, ওই দিন সাগরে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে নামখানায় জনসভা করবেন অমিত শাহ। বাংলাদেশ থেকে কাকদ্বীপে এসে বসবাসকারী শরণার্থী সুব্রত বিশ্বাসের 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'য় পাওয়া বাড়িতেই মধ্যাহ্নভোজন করবেন। আগে থেকেই তার বাড়িতে গিয়ে কথা বলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই তার জনসভার স্থল, মঞ্চ সবই পরিদর্শন করেন কৈলাস বিজয়বর্গীয় এবং দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলেন। বোঝাই যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে পদার্পণের আগে তুঙ্গে তোড়জোড়।