ভোটে দাঁড়াবেননা অমিত-সমীর-পূর্ণেন্দু-ছত্রধররা

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/03/2021   শেষ আপডেট: 05/03/2021 11:27 a.m.
 Amit Samir Purnendu chhatradhar
বাম দিক থেকে : অমিত মিত্র, পূর্ণেন্দু বসু, সমীর চক্রবর্তী ও ছত্রধর মাহাতো

শাসকদলের 'চমক' দেওয়া প্রার্থীতালিকা ঘোষণার ঠিক আগেই চমকানোর ইঙ্গিত

বাংলার শাসকদল তৃণমূলের আজ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকা ঘোষণার দিন। বেশ কয়েকটি চমক থাকবে এই তালিকায়, এমনটাও গুঞ্জন উঠেছে। আর ঠিক তার পূর্বমুহূর্তেই তৃণমূলের তিন বর্ষীয়ান নেতা ভোটে দাঁড়ানোর সম্ভাবনা ম্লান হল। অমিত মিত্র ও পূর্ণেন্দু বসু মুখ্যমন্ত্রীর নির্দেশেই দাঁড়াচ্ছেননা, তবে সমীর চক্রবর্তী নিজেই অনিচ্ছার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।

খড়দহ থেকে অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে খড়দহ পুরসভার চেয়ারম্যান কাজল সিংহকে প্রার্থী করা হতে পারে। অমিতবাবুর শারীরিক অবস্থার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দল। অন্যদিকে পূর্ণেন্দু বসুর রাজারহাট গোপালপুর প্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে সদ্য যোগদানকারী অদিতি মুন্সীকে। পূর্ণেন্দুবাবুকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিশেষ কাজে পাঠানো হয়েছে বলে খবর। আইনি জটিলতার কারণে লালগড় থেকে ছত্রধর মাহাতোর বদলে তার স্ত্রী নিয়তিকে প্রার্থী করা হবে।

অন্যদিকে তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, "আমি দলনেত্রীকে জানিয়েছি, দলের হয়ে প্রচার করব, প্রার্থী হতে চাই না।" গত লোকসভা নির্বাচনে তার কেন্দ্রে তিনি পিছিয়ে থাকার কারণে এবার আর লড়তে সাহস পাচ্ছেননা, বিরোধীদের দাবি। যদিও তিনি দাবি করেছেন, সবাই প্রার্থী হলে চলবেনা, কাউকে প্রচার করার কাজেও থাকতে হবে।