মিলছে না রান্নার গ্যাসের সংযোগ
হাসনাবাদে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী
উজালা গ্যাস প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের রঙিন বিজ্ঞাপন চোখে পড়ে এদিক–ওদিকে৷ প্রধানমন্ত্রীও তাঁর ভাষণে বারবার উল্লেখ করেন এই প্রকল্পের ফলে দরিদ্র মহিলাদের সুবিধার কথা৷ অথচ উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাসনাবাদে এক বছর ধরে আবেদন করেও উজালা প্রকল্পের সংযোগ পাচ্ছেন না মানুষ৷
মঙ্গলবার ভেবিয়া সদরপুরে ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে এই নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার একশোরও বেশি মানুষ৷ অনেকে জানিয়েছেন, সংযোগ দেওয়া হবে বলে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে তাঁদের কাছ থেকে৷ সে টাকাও ফেরত পাননি তাঁরা৷ এক ঘন্টা ধরে বিক্ষোভ চলে৷ পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়৷
আরও পড়ুন
সাধারণ গ্রাহকরাও বিরক্ত৷ জানালেন, বুকিং করার একমাস পরেও মিলছে না গ্যাস সিলিন্ডার৷ সদরপুর গ্যাস অফিসের কর্তারা বলছেন, গ্যাসের জোগান নেই৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না৷