পর্যটন উন্নয়ন নিগমের উপদেষ্টা হলেন আলাপনবাবুর ভ্রাতৃবধূ, মাসিক বেতন ১.১০ লাখ টাকা
আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ অর্থাৎ প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায় রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের উপদেষ্টা হয়েছেন
কিছুদিন আগেই প্রাণ হারিয়েছেন প্রাক্তন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhayay) ভাই সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় (Anjan Bandyopadhayay)। এবার তাঁর স্ত্রী অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায় (Aditi Bandyopadhayay) পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের (WBTDC) এর নতুন উপদেষ্টা হলেন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তত্ত্বাবধানে পর্যটন উন্নয়ন কমিটির উপদেষ্টা পদ পেলেন অদিতি। আগামী তিন বছরের জন্য তিনি ওই পদে থাকবেন। তাঁর প্রতি মাসে বেতন হবে ১ লাখ ১০ হাজার টাকা। সূত্র মারফত জানা গিয়েছে অদিতি বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত কাজে যোগদান করবেন।
প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার বেশ চমকপ্রদ। তিনি টাকিতে স্কুলজীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে স্নাতক করেন। তারপর বিশ্বভারতী থেকে তাঁর স্নাতকোত্তর। তারপর বিভিন্ন বড় সংস্থার সাংবাদিক হিসাবে কাজ সামলেছেন। সেই সাথে ভ্রমণের প্রতি তাঁর আগ্রহ সর্বক্ষণ চর্চিত হয়। কিছুদিন আগে করোনাকালে তিনি তাঁর স্বামীকে হারান। তখনই মুখ্যমন্ত্রী অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। শেষপর্যন্ত অদিতি বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটন উন্নয়ন নিগমের উপদেষ্টা পদে নিযুক্ত হলেন। পর্যটন দপ্তরের কর্তাদের মতে অদিতিদেবী তাঁর মূল্যবান উপদেশ দিয়ে দপ্তরের কাজকে আরও বেশি মসৃণ করে তুলবেন।