হাসপাতালে শুভ্রাংশুর উপস্থিতিতে মুকুলের স্ত্রীকে দেখতে গেলেন অভিষেক, শুভ্রাংশুর তৃণমূল যোগ নিয়ে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/06/2021   শেষ আপডেট: 03/06/2021 9:30 p.m.
অভিষেক ব্যানার্জি facebook.com/AbhishekBanerjeeOfficial

গতকালের পর আজ পূর্ব মেদিনীপুরের যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী কৃষ্ণা রায় করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে গতকাল সন্ধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুকুল রায়ের স্ত্রীকে হটাৎ তৃণমূল (TMC) নেতার দেখতে যাওয়া নিয়ে গতকাল থেকে বঙ্গ রাজনীতি সরগরম হতে ওঠে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ওনাকে আমি ছোটবেলা থেকে চিনি। আমায় খুব স্নেহ করেন। শরীর খারাপ শুনে হাসপাতালে গিয়েছিলাম। ওনার পরিবারের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু এসবের মধ্যে রাজনীতি ঢোকানো উচিত নয়। উনি আমার মায়ের মতন।" একই সুরে কথা বলেছেন মুকুল পুত্র শুভ্রাংশু। তিনি বলেছেন, "অভিষেকের পরিবারের সাথে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। ছোটবেলা থেকে অভিষেককে স্নেহ করেন মা। অভিষেক নিজেও আমার মাকে খুব সম্মান করেন। কোন সৌজন্যের খাতিরে নয়, কাকিমাকে দেখতে হাসপাতালে এসেছিল অভিষেক।" তবে শুভ্রাংশুর তৃণমূল নেতাদের প্রতি এত সখ্যতা প্রশ্ন তুলেছে যে তিনি কি তৃণমূলের যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন?

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দক্ষিণ ২৪ পরগনার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গেছিলেন। তারপর আজ পূর্ব মেদিনীপুরে গিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। গোটা এলাকায় বাঁধের বেহাল দশা দেখে নাম না করেই শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করেছেন তিনি। তিনি বলেছেন, "মানুষের টাকা সরিয়ে কারা এই বাঁধ নির্মাণ করেছেন সবাই জানেন। কাউকে রেয়াত করা হবে না।" তিনি আজ পূর্ব মেদিনীপুরের মন্দারমনি, তাজপুর, রামনগর এবং কাঁথির একাধিক এলাকা পরিদর্শন করেন।