"মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে চিন্তা করবেন না", অসহায়দের পাশে দাঁড়িয়ে বার্তা অভিষেক ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/06/2021   শেষ আপডেট: 02/06/2021 4:01 p.m.
অভিষেক ফিরহাদ facebook.com/HakimFirhad. /AbhishekBanerjeeOfficial

যশ বিধ্বস্ত পাথরপ্রতিমায় আজ সকালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ঘূর্ণিঝড় যশ (Yaas Cyclone) পশ্চিম বাংলার বুকে ল্যান্ডফল না করলেও এই ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার উপকূলবর্তী বিভিন্ন এলাকা এবং সুন্দরবন। তাই বিধ্বস্ত পাথরপ্রতিমায় সাধারণ মানুষের খোঁজ নিতে পৌঁছে গেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি গোটা এলাকা জলপথে ঘুরে দেখেছেন কোথায় কতটা ক্ষতি হয়েছে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাথরপ্রতিমা সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা আজ অর্থাৎ বুধবার সকালে পরিদর্শন করেন। যেখানে তার সাথে ছিলেন স্থানীয় বিধায়ক সহ দলের অন্যান্য নেতা-নেত্রীরা। ঘটনাস্থল পরিদর্শন করে অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, "আপনাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫ হাজার টাকা এবং সম্পূর্ন ক্ষতি হলে ২০ হাজার টাকা অর্থ সাহায্য করবে সরকার। গবাদি পশু, পানের বরজ ইত্যাদি ক্ষতি হলেও মিলবে অর্থসাহায্য। মৎস্যজীবী যাদের জাল বা নৌকো নষ্ট হয়ে গেছে তাদেরও সাহায্য করবে সরকার। আমি অনুরোধ করব সকলে এখানেই থাকুন। কেউ সাহায্য করুক কি না করুক মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন কোন চিন্তা করবেন না।"

অন্যদিকে আজ সকালের দিকে মালদহে গিয়েছিলেন নারদ মামলা থেকে সদ্য জামিনপ্রাপ্ত ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি মালদহে দুই মৃত শ্রমিক পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। আসলে কিছুদিন আগে পেটের দায়ে উত্তরপ্রদেশ গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। তারা সেখানে মন্দির তৈরীর কাজ করছিলেন। কিন্তু ছাদ ভেঙে মৃত্যু হয় তাদেরই মধ্যে দুই শ্রমিকের যাদের নাম আমিরুল মোমিন এবং এবাদুল মোমিন। তাদের পরিবারের সাথে দেখা করে ফিরহাদ হাকিম বলেছেন, "মুখ্যমন্ত্রীর আদেশে আমি এখানে এসেছি। এর আগেও মালদহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে পাঠানো হয়েছিল। এবার এই পরিবারের কাছে এলাম। কাশিতে কাজ করতে গিয়ে ঘুমানোর সময় ছাদ ভেঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এঁরা। ওদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। তিনি আর্থিক সাহায্য থেকে শুরু করে কঠিন সময়ে মানসিক দিক থেকে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হচ্ছে।"