বিজেপি দশটা মারলে আমরাও হাতে চুড়ি পরে বসে নেই, আমরা বিশটা মারব : আব্বাস সিদ্দিকী
মালদা থেকে একযোগে কেন্দ্র-রাজ্যকে আক্রমণে সেক্যুলার ফ্রন্ট সুপ্রিমো
রাজ্য রাজনীতির মঞ্চে সদ্য উত্থিত দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। সংখ্যালঘুদের ভোটে বাজিমাত করার জোরালো সন্দেহে বাংলার রাজনৈতিক মহল মোটেও খাটো করে দেখেছেনা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নবনির্মিত দলকে। দলপ্রকাশের দিন কয়েকের মধ্যেই মালদহের একটি ধর্মীয় জলসা থেকে কেন্দ্রের শাসকদল বিজেপি তথা রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্রতর আক্রমণ শাণিত করলেন আব্বাস।
আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনে মালদহে প্রার্থী দেবে তার দল, এমন ঘোষণার সাথেই সরাসরি বিজেপির বিরুদ্ধে গর্জে উঠে বলেন,"বিজেপি দশটা মারলে আমরাও হাতে চুড়ি পরে বসে নেই, আমরা বিশটা মারব।" একইসাথে তৃণমূলের সমালোচনা করে বলেন, "তৃণমূলের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিলাম । আমি ওদের ৪৪টা আসন ছাড়তে বলেছিলাম। ওরা গায়ের জোর দেখাচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে। বিজেপির জুজু দেখিয়ে জেলে ভরছে।" প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র মালদাতেই নয়, মুর্শিদাবাদ , দুই দিনাজপুর ও দুই চব্বিশ পরগণাতেও উত্তরোত্তর বাড়ছে আব্বাসের সমর্থক। ইতিমধ্যেই কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও অধীর চৌধুরী ফুরফুরায় গিয়ে সাক্ষাত করেছেন এবং বাম নেতা সূর্যকান্ত মিশ্রও আলোচনায় আসতে ইচ্ছাপ্রকাশ করেছেন। মিমপ্রধান ওয়েইসিও এবারের নির্বাচনে প্রার্থী দেবেন ঘোষণা করেন, যার জেরে আব্বাসের সাথে সমঝোতার রাস্তায় হাঁটতে রাজি তিনিও। সংখ্যালঘুদের ভোট কাদের পক্ষে লাভদায়ক হয়, এখন সেটাই দেখার।