সুন্দরবন রহস্য! বেড়াতে যাওয়াই কাল, সুন্দরবনে নিখোঁজ পর্যটক
অত্যধিক মদ্যপানের কারণে একজন হাসপাতালে চিকিৎসাধীন, তদন্তে পুলিশ
ছুটি পেলেই বেড়াতে যাওয়া বাঙালির চিরন্তন অভ্যেস। কখনও পাহাড়, কখনও সমুদ্র, আবার কখনও জঙ্গলের রোমহর্ষক পরিবেশ বাঙালির বেড়াতে যাওয়ার গন্তব্যস্থল। আর সুন্দরবন হলে তো কথাই নেই। বোট ভাড়া করে জঙ্গলের আনাচে-কানাচে ঘুরে বেড়ানো তো থাকেই। সঙ্গে আনুষঙ্গিক বিপদের হাতছানিও কম নয়। ঠিক সেইরকম সুন্দরবন বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক পর্যটক।
সূত্রের খবর, ১৪ জন পর্যটকের একদল বুধবার সুন্দরবন বেড়াতে যান। তাঁদের সঙ্গে প্রসেনজিৎ গোস্বামী নামের বছর ৪৩-র এক ব্যক্তি। সূত্রের খবর, সুন্দরবন পৌঁছে তাঁরা একটি বোট ভাড়া করেছিলেন। রাতে মদ্যপান করেছিলেন বলেও অভিযোগ। তবে সুন্দরবনের গোমর নদীতে পাখিরালায়ের সামনেই ঘটে বিপত্তি। আচমকাই বোট থেকে পড়ে যান এক ব্যক্তি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন সন্ধান মেলেনি। অন্যদিকে অত্যধিক মদ্যপানের ফলে আরও একজনের গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। তিনি গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গোটা ঘটনায় নেপথ্যে অন্য কোন কারণ আছে কী না খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে প্রসেনজিৎ গোস্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন সন্ধান মেলেনি। পরে সেই পর্যটক দল পুলিশের দ্বারস্থ হন। সেই পর্যটক আদৌ বেঁচে আছেন কী না তা নিয়ে তৈরি হয়েছে ধন্ধ। একাংশের অভিযোগ, সুন্দরবন বেড়াতে এসে পর্যটকদের কোন হুঁশ থাকে না। অধিকাংশই মদ্যপান করেন। তার জেরেই বিপত্তি ঘটে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।