রাতের অন্ধকারে দোকান থেকে ফেরার পথেই হামলা, তেহট্টে গুলিবিদ্ধে তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/06/2022   শেষ আপডেট: 02/06/2022 10:12 a.m.

গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, ঘটনার তদন্তে পুলিশ

ফের রাজ্যে শ্যুটআউটের ঘটনা। নদিয়ায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলিবিদ্ধের ঘটনা ঘটল। একের পর এক এমন ঘটনায় রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।

ঠিক কী ঘটেছিল এদিন? গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নদিয়ার তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর গ্রামের বাসিন্দা আজিজুল রহমান। এলাকায় তিনি তৃণমূল কর্মী বলেই পরিচিত। আচমকাই পথের মাঝখানে তাঁকে ঘিরে ফেলে কয়েকজন দুষ্কৃতী। তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গোটা ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

পরিবার সূত্রে দাবি, কেন তাঁকেই লক্ষ্য করে গুলি করা হল স্পষ্ট নয়। পারিবারিক শত্রুতা নাকি এর পেছনে কোন চক্রান্ত আছে, তা এখনও স্পষ্ট নয়। কানে গুলি লেগেছে। তদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গেছে তাঁকে মাথায় গুলি করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। বরাত জোরে তিনি বেঁচে গেছেন। প্রথমে তাঁকে তেহট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় তৈরি হয়েছে তীব্র চাপানউতোর।