সভামঞ্চ থেকে শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ মদনের
বললেন "মারবো এখানে লাশ পড়বে ..."
শুভেন্দু অধিকারীর দলবদল এর পরেই তৃণমূলের ধীরে ধীরে গুরুত্ব বাড়তে শুরু করেছে মদন মিত্রের। সাম্প্রতিককালে তাকে নেওয়া হয়েছে পরিবহন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ। তারপর থেকেই আবারো রাজনৈতিক ময়দানে তৃণমূলের হয়ে কামব্যাক করতে শুরু করেছেন মদন মিত্র। প্রায় প্রত্যেক জনসভায় তাকে দেখা যাচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে। এবারে তিনি যোগ দিলেন পানিহাটিতে একটি জনসভায়। সেখানে মদনকে দেখা গেল একেবারে রনং দেহী ভূমিকায় অবতীর্ণ হতে। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে তিনি পলাশী যুদ্ধের মীরজাফর এবং জগৎশেঠের সঙ্গে তুলনা করেন। তারপরেই মদন মিত্রের গলায় শোনা যায় মিঠুন চক্রবর্তীর কালজয়ী ডায়লগ, "মারবো এখানে লাশ পড়বে ....।"
এদিন প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করতে শোনা যাচ্ছিল মদন কে। শুভেন্দু কে সরাসরি উদ্দেশ্য করে মদন বললেন, "শুভেন্দু কোন বাঘ নয়, ও একটা কাগুজে বাঘ।" এছাড়াও শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ দিয়ে মদন জানিয়ে দিলেন, যদি শুভেন্দু র হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ানোর, তাহলে তৃণমূলের হয়ে প্রতিযোগিতা তিনি নিজে করতে চান। শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরে বলছিলেন, বিজেপিতে তিনি শুধুমাত্র একজন কর্মীর মর্যাদা পেতে চান। সেই কথার রেশ টেনে মদন বললেন, "শুভেন্দু এমনটা বললেন কারণ তিনি বুঝে গিয়েছেন ওই দল তাকে ছিবড়ে করে ফেলে দেবে।"