গ্যাস কিনলে ৫০ টাকা ক্যাশব্যাক? আগে জানুন সঠিক তথ্য
২৫ জানুয়ারি ২০২১ অবধিই এই অফার বৈধ
দিন দিন বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম৷ শেষ বার পরিবর্তনের পরে বর্তমানে ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ৬৯৪ টাকা৷ তবে ২৫ জানুয়ারি অবধি এই দামের উপরেই আপনি পেতে পারেন ৫০ টাকা অবদি ক্যাশব্যাক। এই সূবর্ণ সুযোগ শেষ হতে আর বেশি দিন বাকি নেই। কারণ সংস্থার তরফে দাবি করা হয়েছে, ২৫ জানুয়ারি ২০২১ অবধিই এই অফার বৈধ।
তবে কীভাবে পাবেন ৫০টাকা ক্যাশব্যাক? সাধারন ভাবে যেমন গ্যাস বুক করে, গ্যাসের গাড়ি আপনাকে গ্যাস দিয়ে যায়। আর তার বদলে আপনি গ্যাসের দাম দেন, ঠিক সেই পদ্ধতিতে কী? নাহ! তা একদম নয়। কিছুটা বদল আনতে হবে, আপনার গ্যাস বুকিং প্রক্রিয়ায়।
কী বদল? আপনাকে আপনার গ্যাস সিলিন্ডারের বুকিং ICICI Bank এর পকেটস ওয়ালেট নামক অ্যাপের মাধ্যমে করতে হবে৷ এই সুবিধা কেবল তাঁরা পাবেন যাঁরা জানুয়ারি মাসে প্রথমবার এই অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং বা বিল পেমেন্ট করবেন, এমনটাই জানানো হয়েছে পকেটস ওয়ালেটের তরফে।
তবে ক্যাশব্যাক পাওয়ার জন্য PMRJAN2021 প্রোমো কোড এন্টার করলেই, ১০ শতাংশ হিসেবে অধিকতম ৫০ টাকা ছাড় পাবেন৷ এমনকি এই প্রোমো কোড আপনি তিন বার ব্যবহার করতে পারবেন।
এবার জানা যাক, কীভাবে এই অ্যাপে গ্যাস বুকিং করবেন? প্রথমেই আপনার স্মার্টফোনে আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস অ্যাপ ডাউনলোড করুন। এরপরে নীচের দিকে থাকা "Pay Bill" অপশনে গিয়ে 'Choose Billers' অপশনের ভিতর থাকা 'More' অপশনে গিয়ে, আপনি যেই সংস্থার গ্যাস নেন, সেই সংস্থাকে খুঁজে বের করুন। মোবাইল নম্বর, কনজিউমার নম্বর দিন এবং প্রোমো কোড এন্টার করুন। তারপর ১০ শতাংশ ছাড় পেয়ে যে টাকা দাঁড়াচ্ছে তা আপনি অনলাইনে পে করে দিন। ব্যাস এর ১০ দিন পরেই আপনার ১০ শতাংশ ক্যাশব্যাক আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস ফিরিয়ে দেওয়া হবে।
তবে মনে রাখবেন, আপনার ১০ শতাংশ ক্যাশব্যাক কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে না। বরং সেটি আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটসে জমা হবে। কাজেই, আপনি পরবর্তীতে এই অ্যাপের সাহায্যে অনলাইন ট্রান্সফার করলে এই ক্যাশব্যাক ব্যবহার করতে পারবেন।