মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘন্টা না কাটতেই উদ্ধার হল ৩০০ তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2022   শেষ আপডেট: 25/03/2022 2:30 p.m.

গতকাল বগটুই গ্রামে এসে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সব জায়গায় তল্লাশি চালিয়ে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধার করে তা বাজেয়াপ্ত করতে

রামপুরহাটের (Rampurhat Clash, Rampurhat Fire) বগটুইতে নৃশংস হত্যাকাণ্ডের পর কার্যত নড়ে বসেছে রাজ্য সরকার (West Bengal Government)। গতকাল বগটুই গ্রাম পরিদর্শনে গিয়ে কার্যত পুলিশকে কড়া ভাষায় কাজ করার নির্দেশ দেন। বগটুইতে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি গোটা রাজ্যেও বেআইনি অস্ত্র কারবারের দিকে কড়া নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। এই নির্দেশের পর আরও সক্রিয় পুলিশ প্রশাসন। আর এই আবহেই আজ সকালে কেশপুরে উদ্ধার হল বিপুল পরিমাণে বোমা।

জানা গিয়েছে, কেশপুর থানার ধলহারা ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরুলুলুর ডাঙা থেকে পুলিশ চার বালতি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, স্থানীয়রা জঙ্গলের মধ্যে কয়েকটি বালতি দেখতে পান। দেখা যায় তাতে বোমা রাখা আছে। খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ ও বোম্ব স্কোয়াড। সূত্রের খবর, চারটি বালতি মিলিয়ে মোট প্রায় ১০০টি বোমা ছিল তাতে। তবে কে এই কাজের সঙ্গে যুক্ত, তদন্তে পুলিশ।

অন্যদিকে, কেশপুরের পাশাপাশি বীরভূমেও আজ মেলে তাজা বোমা। ছ’টি ব্যারেলে প্রায় ২০০ বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।