কালীপুজোর রাতে পুড়ে ছাই জমির সব ধান
পোলবায় বুক চাপড়াচ্ছেন চাষিরা
এক কৃষকের অসাবধানতায় পোলবার কাঁড়াজোলে প্রায় ৩০ বিঘা জমির ধান পুড়ে গেল কালীপুজোর রাতে৷
আরও পড়ুন
হুগলি জেলার এই গ্রামটিতে এখন চলছে পাকা ধান কেটে গোলা ভরার কাজ৷ দাদপুরের এক কৃষক কালীপুজোর দু’দিন আগে হারভেস্টার মেশিনে ধান কাটা শেষ করেন৷ অভিযোগ, কালীপুজোর রাতে নিজের জমিতে জড়ো করে রাখা নাড়ায় আগুন দেন তিনি৷ কিছুক্ষণ পর চলেও যান৷ সেই আগুনই আশপাশের জমিগুলিতে ছড়িয়ে পড়ে পুড়িয়ে দেয় পাকা ধান৷ রবিবার সকালে মাঠে এসে চাষিরা দেখেন সমস্ত ধান পুড়ে সর্বনাশ হয়ে গিয়েছে তাঁদের৷ যদিও লোকালয় দূরে থাকায় আগুন অন্যত্র ছড়াতে পারেনি৷
নাড়া পুড়িয়েছিলেন যিনি, পোলবা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে গেছে৷