লাগামছাড়া সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৪৫১ জন
আক্রান্তের নিরিখে এগিয়ে কলকাতা, একদিনে করোনাক্রান্ত ১ হাজার ৯৫৪ জন
লাগামছাড়া করোনা (Coronavirus) সংক্রমণ রাজ্যে (West Bengal)। বছর শেষে ফের আরও একবার উদ্বেগ বাড়িয়ে তুলল কোভিড (COVID-19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। যদিও কমেছে দৈনিক মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (Kolkata News) একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র কলকাতায় একদিনে করোনাক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। সংক্রমণের নিরিখে এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। গত চব্বিশ ঘণ্টায় উত্তর চব্বিশ পরগনায় করোনাক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। এরপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। একদিনে সেখানে আক্রান্তের সংখ্যা ১২৬ ।
অন্যদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া। সংক্রমিতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ । গত চব্বিশ ঘণ্টায় করোনার বলি ৭ । করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। একই সঙ্গে, রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৭ জনের শরীরে মিলেছে নয়া স্ট্রেন ওমিক্রনের (Omicron) খোঁজ।
সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আজ গোটা রাজ্যে ৪ লক্ষ ৯৪ হাজার ২৯৮ জন টিকা নিয়েছেন। তার মধ্যে ২৯ হাজার ৫৮৬ জন পেয়েছেন প্রথম ডোজ নিয়েছেন এবং বাকি ৪ লক্ষ ৬৪ হাজার ৭১২ জন আজ পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।