মমতার নির্বাচনী মাস্টারস্ট্রোক! বাজেট মেনে ৩ শতাংশ ভাতাবৃদ্ধি হল পার্শ্বশিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/02/2021   শেষ আপডেট: 14/02/2021 6:24 p.m.

পার্শ্বশিক্ষকরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চালাচ্ছিল তার সুফল মিলল আজ

একুশে নির্বাচনের আগে বাংলার মানুষ কল্পতরু মমতার রূপ দেখছে। কিছুদিন আগেই রাজ্যের বাজেট অধিবেশনে মমতা সরকার জানিয়ে দিয়েছিল যে পার্শ্ব শিক্ষকদের জন্য পারিশ্রমিক বৃদ্ধি করা হবে। তারপর কিছুদিন যেতে না যেতেই সেই ঘোষণা মেনে পার্শ্বশিক্ষকদের ভাতা বাড়ানো হলো। আজ রবিবার অর্থ দপ্তরের তরফের জানিয়ে দেয়া হয়েছে যে ৩ শতাংশ হারে ভাতা বৃদ্ধির প্রস্তাব দ্রুত কার্যকর করা হবে। এছাড়াও বাজেট অধিবেশনে শাসকদল জানিয়েছিল যে অবসরের সময় এককালীন ৩ লাখ টাকা এক্সগ্রাসিয়া পাবে তারা। এছাড়াও অলচিকি হরফ পড়ানোর জন্য মোট ১৫০০ পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে।

বেশ কিছুদিন ধরেই পার্শ্বশিক্ষকরা তাদের বেতন কাঠামো নির্দিষ্ট করার দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিল। বারবার সরকারকে বললেও কোনো সুরাহা হয় নি বলে তাদের অভিযোগ। তাই ১৮ জানুয়ারি থেকে তারা সল্টলেক বিকাশ ভবনের অদূরে একটি মঞ্চ বেঁধে তাদের বিক্ষোভ চালাচ্ছিল। এমনকি গত ৫ ফেব্রুয়ারি তারা নবান্ন অভিযান করতে গেলে সুবোধ মল্লিক স্কোয়ারে তাদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে তারপর বাজেটে বলা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকর করায় তাদের আন্দোলনের কারণে অনেকটাই সুরাহা হয়েছে বলে মনে করা হচ্ছে।