স্যানিটাইজ করে শুদ্ধিকরণ! অনুব্রত গড়ে ১৫০ বিজেপি কর্মী যোগ দিল ঘাসফুলে
বীরভূমের ইলামবাজারে ১৫০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (TMC) বিশাল ব্যবধানে পরাজিত করেছিল গেরুয়া শিবিরকে। লজ্জাজনক হারের পর নরে গেছে বঙ্গ বিজেপির (BJP) ভিত। একের পর এক নেতা তৃণমূল কংগ্রেসে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরমধ্যেই বিজেপি জোর ধাক্কা খেল অনুব্রত গড় বোলপুরে। আজ অর্থাৎ বৃহস্পতিবার পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন ইলামবাজারের ১৫০ কর্মী। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ও অন্যান্য নেত্রীর উপস্থিতিতে সমস্ত বিজেপি কর্মীকে স্যানিটাইজার করে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে যোগদান করানো হয়। প্রত্যেক যোগদানকারীর হাতে একটি পোস্টার ছিল যাতে লেখা ছিল, "বিজেপি করে ভুল করেছি, তৃণমূলে যোগদান করতে চাই।"
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল রায় বলেছেন, "বিজেপির মধ্যে কিছু করোনা ভাইরাস ছিল। তাঁদেরকে শুদ্ধ করে অর্থাৎ স্যানিটাইজার করে তৃণমূলে যোগদান করালেন। ভুল বুঝে তাঁরা বিজেপিতে গিয়েছিল। যদিওবা দেবীপুর বুথে আমরা পরাজিত হয়ে ছিলাম। তবে আগামী দিনে ফল ভালো হবে। বিজেপি যেভাবে নোংরামি করছে তাই ওরা তৃণমূলে যোগদান করতে বাধ্য হল।" অন্যদিকে এই বিষয়ে বিজেপি জেলা কমিটির সদস্য দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, "বাংলায় কোন গণতন্ত্র নেই। তৃণমূল কংগ্রেস সবথেকে বড় ভাইরাস। ওরা মানুষের জন্য কাজ করছে না। " প্রসঙ্গত উল্লেখ্য শুধুমাত্র বীরভূমে এমন বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে, এমনটা নয়। বীরভূমের পাশাপাশি একাধিক জেলায় শয়ে শয়ে বিজেপিবিজেপি কর্মী তৃণমূলে যোগদান করছেন।