পুলিশ কোয়ার্টারে ১০ বছরের এক নাবালিকার শ্লীলতাহানি! নিরাপত্তা কোথায়?
অভিযুক্তের নাম সন্তু মল্লিক
পুলিশ কোয়ার্টারে (Police Quarter) ১০ বছরের এক নাবালিকার শ্লীলতাহানি! ঘটনা প্রকাশ্যে আসতেই উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে, কোয়ার্টারে কাজ করতে আসা এক রাজমিস্ত্রির বিরুদ্ধে। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, বরাহনগর ন-পাড়ায় পুলিশ কোয়ার্টারে আইপিএস অফিসারদের জন্য নতুন আবাসন তৈরি হচ্ছে। কাজেই রাজমিস্ত্রিদের আনাগোনা রয়েছে সারাদিনই।
তবে প্রতিদিনের মতো বিকেলে কোয়ার্টারের অনেক ছোট বাচ্চাই খেলতে নামে নিচে। সেই মতোই দশ বছরের ওই নাবালিকাও খেলতে নামলেও সন্ধ্যা গড়ালেও বাড়ি ফেরেনা।
চিন্তিত হয়ে নাবালিকার খোঁজ শুরু করে পরিবার। তার মধ্যেই নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে, এবং যাবতীয় ঘটনা বাড়িতে জানায়। জানা যায়, ওই নাবালিকাকে ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছেন ওই আবাসনে কাজ করতে আসা রাজমিস্ত্রি সন্তু মল্লিক। এই ঘটনার পরই পরিবারের সদস্যরা বরাহনগর থানায় যান অভিযোগ দায়ের করতে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ওই রাজমিস্ত্রিকে আটক করেছে।