ভোট পরিস্থিতিতে কমিশনের তরফে কী কী খামতি ছিল? খতিয়ে দেখতে তৈরি কোর কমিটি
এই কমিটির কাজ হবে ঠিক কি কারণে করোনা বিধি সঠিকভাবে কার্যকর করা গেল না তা খতিয়ে দেখা
পশ্চিমবঙ্গ (West Bengal) সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই বহু হাইকোর্টের (High Court) রোষের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে (Election Commission Of India)। বিশেষ করে করোনা পরিস্থিতিতে বাংলায় আট দফা নির্বাচন এবং দেদার প্রচার ও জনসভাকে কেন্দ্র করে বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে কমিশনকে। পাল্টা জবাব দিলেও মেলেনি সুরাহা। এবার নিজেদের গাফিলতি খতিয়ে দেখতেই নয়া সিদ্ধান্ত কমিশনের।
শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ঠিক কী কী খামতি ছিল তা খতিয়ে দেখতে একটি কোর কমিটি গঠন করেছে কমিশন। মূলত, এই কমিটির কাজ হবে ঠিক কি কারণে করোনা বিধি সঠিকভাবে কার্যকর করা গেল না তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্বাচনী বিধি ব্যবস্থায় কি কি খামতি রয়েছে, সেদিকে নজর রাখা।
শুধু তাই নয়, আগামী এক মাসের মধ্যে এই কোর কমিটিকে বিস্তারিত আলোচনা সেরে মুখ্য নির্বাচন কমিশনারকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, নির্বাচন কমিশনের সেক্রেটারি জেনারেল উমেশ সিনহার নেতৃত্বে এই ব্যাপারে একটি কোর কমিটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, মাদ্রাজ হাইকোর্ট ও কলকাতা হাইকোর্ট এমনকি এলাহাবাদ হাইকোর্টের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে নির্বাচন কমিশনকে। কাজেই নিজেদের কাজে কোনওরকম খামতি রাখতে নারাজ কমিশন।