সোমবার দেশে সর্বপ্রথম স্বয়ংক্রিয় মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/12/2020   শেষ আপডেট: 25/12/2020 5:21 p.m.
Flickr (Sudhir Deshwal)

দিল্লীর জনকপুরী ওয়েষ্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এই চালকহীন মেট্রো ছুটবে

ভূগর্ভস্থ পথ ধরে ছুটছে যাত্রীবাহী মেট্রো। অথচ চালকের আসন ফাঁকা! শুনতে অবাক লাগলেও এরকমই ঘটতে চলেছে। দিল্লীর জনকপুরী ওয়েষ্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার রাস্তা চালক ছাড়াই মেট্রো চলবে। দেশের মধ্যে সর্বপ্রথম এই চালকহীন মেট্রো ছুটবে।

আগামী ২৮শে ডিসেম্বর এই স্বয়ংক্রিয় মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে।