নির্বাচনের আগে বাজেট অধিবেশনে রাজ্যের সড়ক ও রেলের জন্য নির্মলার বরাদ্দ ২৫ হাজার কোটি
পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে তৈরি হবে
আজ ১ লা ফেব্রুয়ারি, সোমবার ২০২১ এ বাজেট অধিবেশন চলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে। আর কয়েকটা বছরের মত এই বছর বাজেট অধিবেশন অতটা সহজ নয়। করোনা পরিস্থিতিতে ধ্বস নেমেছে দেশের অর্থনীতিতে। কিন্তু এই পরিস্থিতিতে সঠিক বাজেট বানিয়ে দেশকে ঘুরে দাঁড় করানো নির্মলা সীতারামনের সামনে একটা বড় চ্যালেঞ্জ। তবে বাজেট অধিবেশন শুরু হতেই বাংলার জন্য কল্পতরু হয়ে উঠল কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলার রাস্তা উন্নয়ন ও রেলের জন্য মোটা টাকা বরাদ্দ করলেন। এবার কলকাতা থেকে শিলিগুড়ি অব্দি রাস্তা সারাই হবে এবং গোটা বাংলা জুড়ে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে তৈরি হবে। এর পাশাপাশি খড়গপুরকে কেন্দ্র করে তৈরি হবে ফ্রেট করিডর। এই সমস্ত পরিকাঠামোর জন্য কেন্দ্রীয় সরকার ২৫ হাজার কোটি টাকার বরাদ্দ করবে বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের বাংলায় এমন জনহিতকর কাজ নির্বাচনী ফলে প্রভাব ফেলবে তা বলাবাহুল্য।
আজ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এবার থেকে জাতীয় সড়ক নির্মাণ এবং দেখভালের দায়িত্ব নেবে বেসরকারি সংস্থা। পিপিপি মডেল তৈরি হবে রাজ্যের সমস্ত রাস্তা। বাংলার বিজয়ওয়াড়া থেকে খড়্গপুর পর্যন্ত তৈরি হবে ফ্রেট করিডোর। এছাড়াও যাত্রী সুরক্ষার জন্য ভিস্তাডোম কোচের ব্যবস্থা করার কথা বলেছেন তিনি। তিনি রেলের প্রকল্পের জন্য ১ লাখ ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন। তবে রেলের লজিস্টিক খাতে খরচ কমিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতে ৩৫০০ কিলোমিটার ও কেরল ১১০০ কিলোমিটার স্টেট হাইওয়ে তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।