জাতীয় সংগীতের 'অবমাননা', মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সমন জারি করল মুম্বাইয়ের আদালত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2022   শেষ আপডেট: 02/02/2022 8:58 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

২ মার্চের আগে মুখ্যমন্ত্রীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে এবার সমন জারি করল মুম্বাইয়ের একটি আদালত। মুম্বাইয়ের মাঝগাওয়ে নগর দায়রা আদালতের বিচারপতি পিআই মকাশি এই অনুমতিনামায় স্বাক্ষর করেছেন। আগামী ২ মার্চের আগে মুখ্যমন্ত্রীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ মার্চ। এই সমন জারির খবর প্রকাশ্যে আসতেই রীতিমত তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে সমন জারির কারণ কি? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বাইতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিল্পপতিদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য গিয়েছিলেন তিনি। সেখানে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে জাতীয় সংগীতের অবমাননা করেছেন বলে অভিযোগ তোলে বিজেপি। মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি সদস্য বিবেকানন্দ গুপ্ত। সেই আবেদনের ভিত্তিতে এবার মুম্বাইয়ের নগর দায়রা আদালত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল।

গেরুয়া শিবিরের অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসে পড়েন এবং তারপর উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে থাকেন। তারপর পুরো জাতীয় সঙ্গীত না গেয়েই হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে তিনি মঞ্চ ছেড়ে বেড়িয়ে যান। এই বিষয়ে থানায় অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে নগর দায়রা আদালতে মামলা করা হয়েছে।" এই প্রসঙ্গে আদালত সূত্রে জানা গিয়েছে, "আদালতে বেশকিছু নথি পেশ করেছেন ওই ব্যক্তি। এবার আদালতে এই বিষয়ে জবাব তলব করবে মুখ্যমন্ত্রীর থেকে। তবে মুখ্যমন্ত্রী নিজে আদালতে উপস্থিত না থেকে আইনজীবীকে পাঠিয়ে নিজের বক্তব্য পেশ করতে পারবেন।"