সোশ্যালেও এগিয়ে মোদী, ট্যুইটারে ফলোয়ার্স সংখ্যা ৭ কোটি পার
অক্টোবর মাস পর্যন্ত ট্যুইটার, ইউটিউব এবং গুগলের ট্রেন্ডিং তালিকাতেও সবচেয়ে ওপরে ছিলেন নরেন্দ্র মোদী
সোশ্যালের ট্রেন্ডিংয়ে পা রাখা কিন্তু বেশ কষ্টের। একাধিক পোস্ট কিংবা প্রচুর কন্টেন্ট এমনকি তাতে দরকার আবার প্রচুর লাইক, কমেন্টের বন্যা। তবে এই অসাধ্য সাধন করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi, PM)। আপনাদের ভালোবাসা, আপনাদের একটা ফলো কিংবা লাইক, কমেন্টের জেরেই আজ সোশ্যালের দরবারেও রাজ করছেন প্রধানমন্ত্রী। বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়ায় বরাবরই জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বেশ সক্রিয় তাঁর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলি (Social Media)। আর তাই তো সোশ্যাল মিডিয়ায় অনন্য নজির গড়লেন নরেন্দ্র মোদি।
গতকাল প্রধানমন্ত্রীর ট্যুইটারে ফলোয়ার্সের সংখ্যা ছাড়িয়ে গেল ৭ কোটি অর্থাৎ ৭০ মিলিয়ন। তাই স্বাভাবিকভাবেই ট্যুইটারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যেই উঠে এল ভারতের প্রধানমন্ত্রীর নাম। সাইবার বিশেষজ্ঞদের মতে, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরেই জনপ্রিয় নেতাদের তালিকার শীর্ষে উঠে আসেন মোদি।
উল্লেখ্য, এর আগে তালিকার শীর্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ছিল ৮৮.৭ মিলিয়ন, অর্থাৎ ৮ কোটি ৮৭ লক্ষ। সেই সময় দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।ফলোয়ার্স সংখ্যা ছিল ৬৪.৭ মিলিয়ন, অর্থাৎ ৬ কোটি ৪৭ লক্ষ। যা বর্তমানে বেড়ে ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। বলাবাহুল্য, বেশ বেড়েছে মোদীর জনপ্রিয়তা। প্রসঙ্গত, শুধু জনপ্রিয়তা নয়। সক্রিয়তাও একটি বড়ো প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়ায়। দেশের মধ্যে যে কোনও ঘটনাই হোক, কিংবা ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, সব বিষয় নিয়েই ট্যুইট করে থাকেন নরেন্দ্র মোদি।
শুধু ট্যুইটার নয়, গত বছর আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত, ট্যুইটার, ইউটিউব এবং গুগলের ট্রেন্ডিং তালিকাতেও সবচেয়ে ওপরে ছিলেন নরেন্দ্র মোদী। এক সমীক্ষা অনুযায়ী, সেই সময় তাঁর ব্র্যান্ড ভ্যালু ৩৩৬ কোটি টাকায় পৌঁছে যায়। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৫৭.৫ মিলিয়ন অর্থাৎ পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ।
তবে সক্রিয় নন এমন রাজনীতিবিদ ধরে হিসেব করলে সেই তালিকায় এখনও শীর্ষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১২ কোটি ৯৮ লক্ষ। এছাড়াও মোদীর পরেই রয়েছেন পোপ ফ্রান্সিস যার ফলোয়ার্স সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লক্ষ। অন্যদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার্স সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে সম্প্রতি। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর ফলোয়ার্স সংখ্যা ৭১ লক্ষের কাছাকাছি।