এবার OTT প্ল্যাটফর্ম— ওয়েব পোর্টালেও নজরদারি চালাবে কেন্দ্র!
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি জারি হলো কেন্দ্রের পক্ষে
জল্পনা ছিলোই। তাতে সিলমোহর পড়লো। এবার কেন্দ্রের নজরদারিতে আনা হলো অনলাইন নিউজ পোর্টাল এবং নেটফ্লিক্স হটস্টার-এর মতো কনটেন্ট নির্মাতাদের। মুদ্রণ মাধ্যম, সংবাদ চ্যানেল, বিজ্ঞাপন, সিনেমা সবকিছুতে কেন্দ্রীয় নজরদারি থাকলেও এতদিন এই দুই ক্ষেত্রে নজরদারি চালানোর মতো কোনো সরকারি সংস্থা ছিলো না।
গত মাসে সুপ্রিম কোর্টে OTT প্ল্যাটফর্মে নজরদারি চালানোর দাবি জানিয়ে একটি পিটিশন দাখিল করা হয়। তারই ভিত্তিতে কেন্দ্রের জবাবদিহি চায় শীর্ষ আদালত। এই ব্যাপারে ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
এতদিন OTT প্ল্যাটফর্মে সিনেমা সিরিজ বা যেকোনো কনটেন্ট প্রচার এবং ওয়েব পোর্টালের জন্য কোনও সার্টিফিকেশনের দরকার পড়তো না। কোনও নিয়ন্ত্রণ ছাড়াই এতদিন নিজের দর্শকদের জন্য কনটেন্ট বানাতে পারতেন নির্মাতারা। কিন্তু এইবার একটি স্বশাসিত সংস্থা সবটা নিয়ন্ত্রণ করবে বলে রাষ্ট্রপতি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে এতদিনের স্বাধীনতায় হস্তক্ষেপ পড়বে বলে মনে করছেন অনেকেই।