এক ধাক্কায় ১২২ টাকা দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের, জেনে নিন আপনার শহরের দাম
কলকাতায় দাম হ্রাসের পর বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫৪৪ টাকা ৫০ পয়সা
করোনা সংকটের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দাম বৃদ্ধি মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলেছে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার তেল উৎপাদনকারী সংস্থাগুলি একটি বিশেষ ঘোষণা করে জানিয়েছে যে তারা মানুষের সাহায্যার্থে নিত্যপ্রয়োজনীয় বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas Cylinder) দাম ১০০ টাকার বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেব অনুযায়ী ১ লা জুন থেকে কমার্শিয়াল ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ১৪৭৩ টাকা ৫০ পয়সা। আগে সিলিন্ডারের দাম ছিল ১৫৯৫ টাকা ৫০ পয়সা। সুতরাং একটি সিলিন্ডারে দাম হ্রাস পেয়েছে ১২২ টাকা। অবশ্য উল্লিখিত দাম হল দেশের রাজধানী দিল্লির (Delhi)।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য ভিত্তিতে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। সেই হিসাব অনুযায়ী আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৭৩ টাকা ৫০ পয়সা। অন্যদিকে মুম্বাই এবং কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ১৪২২ টাকা ৫০ পয়সা এবং ১৫৪৪ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও বাড়িতে ব্যবহার করা অর্থাৎ ডোমেস্টিক সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই আপাতত ডোমেস্টিক সিলিন্ডার কিনতে হবে।