কার্গিল বিজয় দিবস : খারাপ আবহাওয়ায় শেষ মুহূর্তে দ্রাস সফর বাতিল রাষ্ট্রপতির
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন
আজ কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)। পূর্ব পরিকল্পনা মতো দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) জম্মু-কাশ্মীরে চার দিনের সফরে গিয়েছেন। সেখান থেকে আজ কার্গিল লড়াইয়ের অন্যতম রণাঙ্গন দ্রাস সেক্টরে গিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু খারাপ আবহাওয়া সে পথে বাধা সৃষ্টি করল বলে সূত্রের খবর। জানা গেছে, এবারেও রাষ্ট্রপতির দ্রাস সেক্টরে গিয়ে শহিদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হল না। তার জায়গায় তিনি কাশ্মীরের বারামুলায় শ্রদ্ধাজ্ঞাপন করেন।
১৯৯৯ সালে কার্গিলের ময়দানে লড়াই শুরু হয় ভারতীয় সেনার সঙ্গে পাক্ সেনার। দিনের পর দিন পাক মদতপুষ্ট জঙ্গিদলের আক্রমণ কিংবা সরাসরি পাক্ সেনার অতর্কিতে আক্রমণ মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছিল। এই উৎপাত কমাতে কার্গিল যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। সেই মোতাবেক যুদ্ধ হয় এবং ভারতীয় কত বীর জওয়ানদের প্রাণের বিনিময়ে দেশ সুরক্ষিত থাকে। পাক্ সেনা ভয় পেয়ে পিছু হটতে থাকে। সেই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে রেখে প্রতি বছর আজকের দিনে শ্রদ্ধা নিবেদন করেন দেশবাসী। সেই উদ্দেশ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্রাস সেক্টরে গিয়ে শহিদের শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল, যদিও খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। রাষ্ট্রপতির জায়গায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত দ্রাস সেক্টরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কার্গিল বিজয় দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় শহিদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লিখেছেন, কার্গিল বিজয় দিবসে আমি সেই বীর শহিদদের স্যালুট জানাই, যাঁরা দেশের সার্বিক সুরক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ভারত কখনও তাঁদের এই বলিদান মনে রাখবে। পাশাপাশি এদিন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন সেনাবাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিন সকালে দিল্লির জাতীয় শহিদ স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সমগ্র দেশবাসী এদিন শহিদ তর্পণ করেছেন।