সুশাসনের তালিকায় 'ফার্স্ট' বেঞ্চার গুজরাত, 'লাস্ট' বেঞ্চার বাংলা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/12/2021   শেষ আপডেট: 26/12/2021 10:10 a.m.
মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/MamataBanerjeeOfficial

কেন্দ্রের 'সুশাসন দিবস' উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেই রিপোর্ট কার্ড প্রকাশ

সুশাসন দিবসে প্রকাশিত হয়েছে মোদী সরকারের রিপোর্ট কার্ড। সেই সঙ্গে সুশাসনের নিরিখে রাজ্যগুলির অবস্থান কোথায় তার তালিকাও প্রকাশিত হয়েছে। সুশাসনের তালিকায় এক নম্বরে গুজরাত (Gujatat)। আর তালিকায় সবশেষে পশ্চিমবঙ্গের (West Bengal) নাম। এমনকী বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ রাজ্যগুলিও বাংলার উপরে। কোন রাজ্যে কেমন শাসনব্যবস্থা প্রচলিত তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই তালিকা। আর তাতে মমতার বাংলা সবার শেষে।

এদিন 'সুশাসন দিবস' উপলক্ষে বিজ্ঞানভবনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যগুলির সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতির উপর ভিত্তি করে প্রকাশ করেন রিপোর্ট কার্ড। তাতে সুশাসনের তালিকায় প্রথমেই গুজরাতের নাম। আর সবশেষে আছে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, এই তালিকা তৈরিতে ভোট-পরবর্তী হিংসার প্রভাব পড়েছে। এমনকী ভোট-পরবর্তী বাংলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার কথা বিরোধীরা বারবার অভিযোগ করে আসছেন। এমনকী রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। ওয়াকিবহাল মহলের অভিমত, এই তালিকা তৈরিতে রাজ্যের ভোট-পরবর্তী হিংসার গভীর প্রভাব রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের অভিমত, এই তালিকা বিজেপির মনগড়া। একসঙ্গে বাংলার কোন সম্পর্ক নেই।

সুশাসনের তালিকায় সবার উপরে যে নামটি জ্বলজ্বল করছে তা হল গুজরাত। শিল্প, বাণিজ্য, শিক্ষা, জনস্বাস্থ্য, পরিকাঠামো-সহ একাধিক বিষয়ে ছাপিয়ে গেছে মহারাষ্ট্রকেও। কেবল গুজরাত নয়, বিজেপি শাসিত অধিকাংশ রাজ্য তালিকার উপরের দিকে। আর অবিজেপি রাজ্যগুলির অবস্থান ক্রমশ নিম্নমুখী। ওয়াকিবহাল মহলের অভিমত, সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। কৃষিবিল বাতিল-সহ একাধিক বিষয়ে ব্যাকফুটে বিজেপি। এমনিতেই নানা মহলে বিজেপির তরফে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন অবস্থায় এই রিপোর্ট কার্ড আসলে দলের ড্যামেজ কন্ট্রোলের কৌশল বলছেন একাংশ।