সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা শাহরুখ, সলমন, আমিরের, পাশে বলিউড
দিল্লি হাইকোর্টে মামলা, দাবী ক্ষমাপ্রার্থনার
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এবার সম্মুখ সমরে নেমে পড়লেন দেশের প্রথম সারির দুটি সংবাদমাধ্যম রিপাবলিক টিভি এবং টাইমস নাও- এর বিরুদ্ধে।
আরও পড়ুন
সুশান্ত মৃত্যু তদন্তে মাদক কাণ্ডে রিয়া চক্রবর্তীর পর শ্রদ্ধা কাপুর এবং দীপিকা পাডুকোনের মত তারকাদের নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই বলিউডের সঙ্গে ড্রাগ ও মাফিয়া যোগ নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করেছে দেশের প্রায় প্রতিটি সংবাদমাধ্যম। কিন্তু রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, সলমন খান ফিল্মস, আমির খান ফিল্মস সহ আশুতোষ গোয়ারিকর, বিশাল ভরদ্বাজ, অনিল কাপুরের মত হেভিওয়েট দের প্রযোজনা সংস্থা দাবী করেছে বলিউড সম্পর্কে অসম্মানজনক প্রচার চালিয়েছে এই দুটি সংবাদমাধ্যম ও চার সাংবাদিক অর্নব গোস্বামী, প্রদীপ ভান্ডারি, রাহুল শিবশঙ্কর এবং নাভিকা কুমার।