ট্যুইটারে প্রধানমন্ত্রীকে অসন্মানজনক মন্তব্যের জেরে বহিষ্কৃত গোএয়ারের সিনিয়র পাইলট
জিরো টলারেন্স পলিসি প্রয়োগ করল গোএয়ার
স্যোশাল মিডিয়ায় ব্যক্তিগত মতামত পেশ করায় এর আগেও নানান উচ্চপদস্থ ব্যক্তি নিয়মনীতি লঙ্ঘন করে পদ খুইয়েছেন। এবার মিকি মালিক নামে গোএয়ারের এক সিনিয়র পাইলট নিজের চাকরি খুইয়ে বসলেন ট্যুইটারে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অসন্তোষজনক মন্তব্য পেশ করে।
ট্যুইটে তিনি প্রধানমন্ত্রীকে মুর্খ বলে আখ্যায়িত করেন। আরও লেখেন যে একথা বলার জন্য তাকে কেউ মুর্খ বললে সমস্যা নেই কারণ তিনি প্রধানমন্ত্রী নন। পোস্ট করার সাথে সাথে বিতর্কে জড়ান পাইলট। কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ডিলিট করে নিজের অ্যাকাউন্ট লক করেন মিকি। পরক্ষণেই একটি ট্যুইট করে ক্ষমা চেয়ে লেখেন গোএয়ারের সাথে এই ট্যুইটের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সম্পর্কই নেই। যদিও আর কোনো কথায় কর্ণপাত না করে জিরো টলারেন্স পলিসি প্রয়োগ করে ওই পাইলটকে সরাসরি বহিষ্কার করেছে গোএয়ার। সংস্থার কোনো কর্মী তার ব্যক্তিগত মতামত স্যোশাল মিডিয়ায় তুলে ধরলে তার দায় সংস্থার নয়, এমনটাই দাবি গোএয়ারের।